সিংগাইরে বিপুল পরিমান ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বিপুল পরিমান ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খালপাড়া গ্রামের গোলজার হোসেন মোল্যার পুত্র খোকন (৩৫) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার (৭ জানুয়ারী) রাত পৌণে ৯ টার দিকে ঐ ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডের হাবীব সুপার মার্কেটের সজিব ইলেক্ট্রনিক্স দোকান থেকে সাড়ে ৪‘শ পিস ইয়াবাসহ খোকনকে হাতে-নাতে গ্রেফতার করে।

ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি-সংগৃহীত

শিরোনাম