সিংগাইরে বিন্নাডাঙ্গী থেকে চোলাই মদসহ মদ তৈরির উপকরণ উদ্ধার

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ১০০ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার(৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দেলু খানের পুত্র খোরশেদ এর বাড়ির পশ্চিম পাশের শ্রী শ্যামল এর পরিত্যক্ত একচালা টিনের ছাপড়া ঘরের সামনে থেকে এসব মদের উপকরণ উদ্ধার করে। সেই সাথে পুলিশ ১০০ লিটার মদ উদ্ধার করে। তবে এ সময় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এসআই মাহফুজুল হাসান জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম