সিংগাইরে বিন্নাডাঙ্গি থেকে ৩ ইয়াবাসেবী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ৩ ইয়াবাসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবনের সময় জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গি গ্রাম হতে সুদক্ষিরা গ্রামের আফাজুদ্দিনের পুত্র আরেফিন (৩০),বিন্নাডাঙ্গি গ্রামের হানিফ মিয়ার পুত্র মোঃ ফরিদুর রহমান (৩০) ও একই গ্রামের দুদু শিকদারের পুত্র মহসিন শিকদার (১৮) কে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শিরোনাম