সিংগাইরে বিন্নাডাঙ্গিতে শিশুকন্যা ধর্ষণের চেষ্টা : সালিশে জুতাপেটা

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গি গ্রামে শিশুকন্যা ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় সালিশের রায় অনুসারে স্ত্রীর হাতে জুতাপেটার স্বীকার হয়েছে ঐ লম্পট। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও থানায় কোন মামলা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঐ গ্রামের লম্পট আয়নাল বুধবার পাশের বাড়ির ৮ বছরের শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে আয়নাল কেটে পড়ে। পরের দিন বৃহস্পতিবার এ নিয়ে সালিশ হয়। সালিশের রায় অনুসারে লম্পটের স্ত্রী দিয়ে তাকে জুতাপেটা করা হয়।

এ ব্যাপারে থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শিরোনাম