সিংগাইরে বিএমসি এন্টারপ্রাইজ নামে এনজিও গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহরে বেস্টওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (বিএমসি এন্টারপ্রাইজ) নামের একটি এনজিও গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন এলাকা থেকে উধাও। প্রায় দু হাজার গ্রাহকের কাছ থেকে এসব টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানে ঝুঁলছে তালা।

খোঁজ নিয়ে জানা গেছে,এলাকার প্রায় ২ হাজার লোকজনের কাছ থেকে মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয় এনজিওটি। গ্রাহকরা তাদের মুনাফাসহ টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে এনজিওটির মালিক আফজাল হোসেন গ্রাহকদের চাপে এলাকা থেকে হাওয়া হয়ে যায়। কোন প্রকার সরকারি অনুমোদন ছাড়াই ২০১২ সাল থেকে এনজিওটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। আফজাল ঐ এলাকার ইয়াকুব মেম্বারের পুত্র।

এ ব্যাপারে আফজাল জানান, লকডাউনের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আমি গ্রাহকদের টাকা পরিশোধ করব। ছবি-সংগৃহীত

শিরোনাম