মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, সোমবার(১২ সেপ্টেম্বর) সকল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল-আলীনগর গ্রামের মোজাম আলীর মেয়ে বন্যা আক্তার(১৬) এ ঘটনা ঘটে। নিহত বন্যা আক্তার ওই গ্রামের মোজাম আলীর মেয়ে ও স্থানীয় শিবপুর আসহাবে সুফা হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী।
বাড়ির লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যা করে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।