সিংগাইরে বাড়িতে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত হওয়া ঘটনা ঘটেছে। লকডাউনের সময় অনাকাঙ্খিত ঘটনায় ঐ পরিবারের সবাই এখন ভেঙ্গে পড়েছে। লকডাউনের সময় কিভাবে এ পরিস্থিতি সামাল দেয়া যায়, তা নিয়ে সবাই চিন্তিত।

জানা যায়, উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের মৃত বাদশা মিয়ার বাড়িতে মঙ্গলবার (৬ জুলাই) রাত দু’টোর দিকে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে এরাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে প্রায় সাড়ে ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুণের সূত্রপাত জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিরোনাম