মোঃ আতাউর রহমান ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা ও সিংগাইর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের ভিপি ফারুক হোসেন মিরু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) বিকেল সাড়ে ৩ টার দিকে ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইনুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, চেয়ারম্যান শওকত হোসেন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জেলা পরিষদ সদস্য কহিনুর ইসলাম সানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া ও ভিপি মিরুর ভাই হিরু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নবনির্বাচিত মেয়র আবু নাঈম মোঃ বাশার, ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।