সিংগাইরে বাসাভাড়া নিতে গিয়ে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার,আটক-১

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ভাড়া বাসা বলে ২১ বছর বয়সী এক নারী গার্মেন্টস কর্মীকে গণ-ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামে বিল্লালে বাড়িতে বাসা ভাড়া দেয়ার কথা বলে এলাকার ইকরার পুত্র মনির(৩৫),শারজালের পুত্র ফুলচাঁন (৩০) ও আব্দুর রহমানের পুত্র আনিস (৩৪) ঐ গার্মেন্টস কর্মীকে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণকারীরা ঐ বাড়িতে নির্মণাধীন কাজ করে আসছিল বলে জানা গেছে।

এ ঘটনায় ঐ নারী থানায় অভিযোগ করলে পুলিশ মনিরকে আটক করেছে। ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান,১ জনকে আটক করা হয়েছে,অপর ২ জনকে আটকের চেষ্টা চলছে।

শিরোনাম