সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের মেয়ে নাফিসা খাঁন করোনা মহামারিতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার তুলে দিচ্ছেন। পবিত্র ঈদুল আযহার দিন থেকে আজ অবধি চলছে তার এ কার্যক্রম।
দেশপ্রেমে জাগ্রত হয়েই তিনি এ সেবায় মনোযোগী হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিজেই রান্না করছেন, আবার সে খাবার সরাসরি অথবা গাড়ীযোগে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তার গাড়ীতে লেখা রয়েছে ‘নাফিসা খাঁন একজন বাংলাদেশ’।
এলাকাবাসী তার এ মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।