সিংগাইরে বাটি গ্রামে আলোচিত শিল্পী আক্তারের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি,সিংগাইর(মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে বুহুল আলোচিত শিল্পী আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বানিয়ারা গ্রামের মৃত হায়াত আলীর কন্যা শিল্পী আক্তার ছেলেদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়া,অর্থের জন্য ঘন ঘন স্বামী পাল্টানো,যাকে-তাকেই মামলার হুমকি ও মাদকসেবন করে গোটা এলাকার পরিবেশকে অস্থির করে তুলেছে।

আর এসব অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে অনবরত মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে,কখনো আবার কারো কারো বিরুদ্ধে মামলাও ঠুঁকে দিচ্ছে। আর এ থেকে রেহাই পাওয়ার জন্য শুক্রবার(২৩ সেপ্টেম্বর) পার্শ্ববর্তী টান বাটি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুম্মা নামাজের শেষে ঐ গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লীরা মানববন্ধনে অংশ গ্রহন করে।

হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অব:সেনা কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য হাজী আবুল হোসেন,শহীদুল ইসলাম,ইশার আলী,আমের আলী প্রমুখ।

শিরোনাম