সিংগাইরে বাঘুলী গ্রামে মাদকাসক্তের হাতে প্রাণ গেল বৃদ্ধের
সংবাদ জমিন,ডেস্ক রিপোর্টঃ
মানকিগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামে বখাটে মাদকাসক্তের হাতে প্রাণ গেল বৃদ্ধের।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে,ঐ গ্রামের আজহার শেখের পুত্র বাবুল শেখ সম্রতি নেশার টাকা না পেয়ে পিতার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আর এ ঝগড়া করতে পুত্রকে বারণ করে একই গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে জিন্নত আলী(৬০)।সেই সাথে তার পিতাকে টাকা দিতে নিষেধ করে।এতেই ক্ষিপ্ত হয়ে উঠে পুত্র।এর পরের দিন মাদসক্ত পুত্র বাবুল শেখ পাশের রুবেলের দোকানের সামনে জিন্নত আলীকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।জিন্নত আলীকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে বৃহষ্পতিবার(৬ জুন) রাত ৩টার দিকে চিৎিসাধীন অবস্থায় জিন্নত মারা যায়।পুলিশ ঐ দিন বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।ওসি জিয়ারুল ইসলাম জানান,এ ব্যাপারে মামলা হয়েছে।ঘাতক পুত্রকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।