স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও মানিকগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির পরিচালক মোঃ ফয়জুল ইসলাম খান ফয়েজ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। ইতিপূর্বে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও শহীদ রফিক স্মৃতি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দলীয় মনোনয়ন পেলে চমক দেখাতে পারেন স্বেচ্ছাসেবকলীগ এ নেতা।
তার সুযোগ্য পিতা হাজী আব্দুল মাজেদ খান। তিনি দীর্ঘদিন ধরে ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের সেবা করে আসছেন রীতিমত।
ফয়েজ জানান, পিতার উত্তররসূরী হিসেবে জনগণের সেবা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করাই আমার মনোবাসনা। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।