সিংগাইরে বলধারাতে বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
সিংগাইরে বলধারা ইউনিয়নে বন্ধ হচ্ছে না বাল্য বিয়ে। শুধু ঐ ইউনিয়নে নয়, সব ইউনিয়নে কম বেশি চুপিসারে বাল্য বিয়ে হচ্ছে।

জানা যায়, ঐ ইউনিয়নের ছোট কালিয়াকৈর ৭নং ওয়ার্ড এর শহীদের ছেলে-আমিনুর রহমান(১৭), হেকীম বাবুলের কন্যা ফারজানা(১৫), ফারুকের ছেলে মুরাদ (১৬) ও আলালের কন্যা অনু (১৬) এর বাল্য বিয়ে হয়। বাল্য বিয়ে বন্ধে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিছুদিন আগেও এক নাবালিকা প্রতিবন্ধীকে জোর পূর্বক বিয়ে দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতে তাদের বিচার হয়েছে।

শিরোনাম