সিংগাইরে বজ্রপাতে প্রাণ গেল এক ড্রেজার শ্রমিকের,আহত-১

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে এক ড্রেজার শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শিমলা গ্রামে।

জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নে নয়াবাড়ী এলাকায় ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে স্থানীয় রিপনের ড্রেজারে সবুজ (৪৫) শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় তার বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে আরো ১ জন।

শিরোনাম