কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর নিবাসী নিখোঁজ বৃদ্ধের লাশের অবশেষে সন্ধান মিললো। পুলিশ লাশটি উদ্ধার করেছে।অবসান হয়েছে সমস্ত জল্পনা-কল্পনার।
জানা গেছে,ঐ গ্রাম নিবাসী অটো রিক্সা চালক সুলতান মির্জা(৭১)গত ৩ অক্টোবর হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখঁজি করে তার সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়।শুক্রবার(৩ নভেম্বর)দুপুরে লোকজন ঐ এলাকার কাঠবাগানের নিকটে একটি খুঁটির সাথে তার লাশ বাধা দেখে লোকজন থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।থানার ওসি সৈয়দ মিজানূর রহমান জানান,ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা বুঝা যাবে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।