সিংগাইরে ফোর্ডনগরে এক বাড়ি থেকে ৮টি গরু চুরি

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খালপাড়া গ্রাম থেকে এক বাড়ি থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর লোকজন ধল্লা পুলিশ ফাঁড়ির পুলিশকে অবগত করতে গেলে পুলিশ কোন পাত্তাই দেয়নি।

জানা গেছে, শনিবার(৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির অদূরে ঐ গ্রামের মৃত ফজু খার বাড়িতে চোরের দল ঘরে প্রবেশ করে ৯টি গরু চুরি করে নিয়ে যায়। টের পেয়ে ঘটনার পর পরই ঐ বাড়ির সদস্যগণ এলাকাবাসীকে নিয়ে ধল্লা পুলিশ ফাঁড়িতে গেলেও পুলিশ এগিয়ে আসেনি। এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন জানান, ফাঁড়িতে থাকতে হবে এমন কোন কথা নেই, তাছাড়া না থাকলে আমার চাকরি যাবে না নাকি?-এডিট

শিরোনাম