সিংগাইরে ফোর্ডনগরে আগুনে দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর-খালপার এলাকায় আগুনে দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার (১৫ মার্চ ২০২১) রাত ১১ টার দিকে ঐ এলাকার হালিমের দোকানের নিকটে ভাড়াটিয়া কামালের স্ত্রী আয়শা (৩৫)শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে সমস্ত শরীর ঝলসে যায়। খবর পেয়ে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায়। মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) তার লাশ ময়না তদন্ত শেষে পিত্রালয়ে দাফন করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম