সিংগাইরে প্রাইভেটকারের ধাক্কায় দিন মজুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ভিনদেশী দিন মজুরের। দুপুরে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজগঞ্জ সদর থানার চর নান্দিনা গ্রামের শামসুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও মেদুলিয়া গ্রামের প্রবাসী খালেকের বাড়ির দিন মজুর বুধবার (১৬ ফেব্রয়ারি ) দুপুরে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের প্রবাসী আব্দুল খালেকের বাড়ির সামনের রাস্তা সরিষার বোঝা মাথায় নিয়ে পারাপার হচ্ছিল।

এ সময় ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার((ঢাকা মেট্রো-গ-২১-০৫১০) ঐ দিন মজুরকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম