সিংগাইরে প্রসূতি কন্যার চিকিৎসায় সিটি হাসপাতালের কোন অবহেলা ছিল না

নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগণস্টিক সেন্টারে সাবিনা(২০)নামে প্রসূতি কন্যার চিকিৎসা নিয়ে হাসপাতাল নিয়ে কোন অবহেলা ছিল না। ডাক্তারদের পরামর্শে অন্য হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের কোন দোষ নেই। এ কথা বলেছেন স্বয়ং ঐ প্রসূতি কন্যার মা ও বাবা।

জানা গেছে, শনিবার (২২ মে) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের উত্তর বাহাদিয়া গ্রামের সকেল উদ্দিন ও জহুরার কন্যা সাবিনা((২০)কে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে ঐ রোগীর প্রসব বেদনা উঠলে অনেক অনুরোধের প্রেক্ষিতে ডাঃ ইমা তাকে অপারেশন করেন। রোগীর অবস্থার অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। অবশেষে রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাও উড়িয়ে দিলেন সাবিনার মা ও বাবা। সোমবার(২৩ মে) সরেজমিনে নিহত ঐ প্রসূতি কন্যার পিতার বাসগৃহে গেলে এমনটাই বলেন তার মা ও বাবা। তারা সংবাদ কর্মীদের আরো জানান,তাদের কন্যার মারা যাওয়ার খবরে তাৎক্ষণিক যে মন্তব্য প্রকাশ করা হয়েছে তা ছিল নিতান্তই আবেগের।

এ ব্যাপারে এম্বুলেন্স চালক মেহেদী হাসান জানান,সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করার পর তার মৃত্যু হয়েছে।অপারেশনের দায়িত্বে থাকা ডাক্তার ইমার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান,রোগীর অবস্থা অবনতি দেখেই স্থানান্তর করেছি এবং ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের এমডি নজরুল ইসলাম স্বপন জানান, আমরা সব সময় রোগীদের ভাল সেবা দিয়ে থাকি। আর ঐ রোগীর স্থানান্তর ছিল ভাল সেবারই অংশ বিশেষ। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব সংবাদ প্রকশিত হয়েছে তা মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

শিরোনাম