সিংগাইরে চরদূর্গাপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে পাকড়াও

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লম্পট পিতাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৪ জুন বিকেলে আজিজান বেগম তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে বাইরে গেলে শহীদুল তার প্রতিবন্ধী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এ সময় ঐ প্রতিবন্ধীর মা বাড়িতে ফিরে এসে নিজ চোখে এ ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে পিতা শহীদুল সটকে পড়ে এবং গা-ঢাকা দেয়। গত বুধবার মা আজিজান বেগম মামলা করলে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।ছবি-প্রতিকী

শিরোনাম