সিংগাইরে প্যারালাইসিস মহিদূরের পাশে দাঁড়ালেন জামশার চেয়ারম্যান প্রার্থী তারেক

 

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানুষ,মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ভুপেন হাজারিকার সেই চির স্মরণী গানের কথাই স্মরণ করিয়ে দেয়। জনা যায়, দক্ষিণ মাটিকাটা গ্রামের মোঃ মহিদ নামে এক লোকের প্যারালাইসিস হয়েছে। উনি হলো পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি।পরিবারটি কষ্টে দিনাতিপাত করছে। কখনো আহার জুটে, আবার কখনো জুটে না। মহিদূরের চিকিৎসা দূরের কথা,সংসার চালানোর কারো কোন সামর্থ্য নেই। পাশে এসে দাঁড়ালেন জামশার জননেতা আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মো: তারিকুল ইসলাম (তারেক)। মহিদূরের ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন।

তারেক এক প্রতিক্রিয়ায় জানান, মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতালা যেন মহিদূরকে সুস্থ্য করে দেন, যেন সে কাজ করে পরিবারের মুখে দুমুঠো খাবার দিতে পারে। আমি পাশে থাকব ইনশাল্লাহ।

শিরোনাম