সিংগাইরে পৌরসভার ঋষিপাড়ায় দুর্ধর্ষ চুরি

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঋষিপাড়া মহল্লায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত গভীর রাতে চোরের দল বিনোতপুর মহল্লা নিবাসী শাহজাহান মিয়ার পুত্র রাজীব (৩১) এর ঋষিপাড়া বাসস্ট্যান্ড এর ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে প্রবেশ করে ৯২ বস্তা চাউল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে শনিবার (১৪ আগস্ট) সকালে থানার ওসি মো: সফিকুল ইসলাম মোল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর ধারণা, ঋষিপাড়া হচ্ছে মাদকের আস্তানা, এসব আস্তানার মাদকসেবীরা প্রায়ই এসব ঘটনা ঘটিয়ে আসছে।

শিরোনাম