সিংগাইরে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
জানা গেছে,উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ভাউদীপারা এলাকায় রতন আহাম্মেদের বাড়িতে বুধবার( ৭ ডিসেম্বর) ভোর রাতে গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ ব্যক্তির ২টি ষাঁড় গরু,১টি মোটর সাইকেল ও ১টি বাইসাইকেলসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য,একই বাড়িতে গেল ইউপি নির্বাচনোত্তর অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এদিকে বুধবার (৭ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের চক পালপাড়া গ্রামের মোঃ আছালত খান এর বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।