সিংগাইরে পৃথক ট্রাক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মনিকগঞ্জেরসিংগাইরে চান্দহরে ট্রাক চাপায় প্রাণ গেল এক শ্রমিকের। ঐ পরিবারে বিরাজ করছে শোকাবহ। কান্নার মাতম চলছে অবিরাম।

জানা গেছে,উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর গ্রামের ছকেলের পুত্র আব্দুর রশিদ(৪৫) মঙ্গলবার(২৬ এপ্রিল) ভোরে প্রতিদিনের মত রিফাইতপুর চকে আব্দুল মালেক এর মাটির কাটার কাজ করতে যায়। এ সময় মাটি কাটার একটি ড্রাম ট্রাক ফেঁসে যায়। ফেঁসে যাওয়া একটি ট্রাককে উদ্ধার করতে গিয়ে সে নিজেই চাকায় পিষ্ট হয়ে আহত হয়। আহত ঐ শ্রমিককে হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যায়। ঘটনাটি আপোষ-মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

অপর দিকে,একই দিন সকাল পৌণে ৮টার দিকে বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাটিভর্তি ট্রাকের চাপায় রাজেন হোসেন রিফাত নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ঐ পরিবারের সবাই হতবাক, শোকাবহ।

শিরোনাম