কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পুলিশের মাথার একটি ক্যাপ ও অপহৃতের ব্যাগের একটি বেল্ট।রবিবার(৩ ডিসেম্বর) এ খবর নিশ্চিত করেন সিংগাইর-থানা পুলিশ।ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে,শনিবার(২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর গ্রামের নারায়ণ সাহার পুত্র উজ্জল সাহা(৩৩)হ্যালো বাইকযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরছিলেন।হ্যালো বাইকটি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও রবিউলের বাড়ির নিকটে আসলে পুলিশের পোশাক পরিহিত ৬-৭ জনের একটি গ্রুপ হ্যালো বাইকটির গতিরোধ করে উজ্জলকে অপহরণ করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।মারপিট করে ঐ স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা ৮৫ ভরি স্বর্ণ ও সাড়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে টাঙ্গাইল করটিয়া এটিএম গার্মেন্টস এর পাশের এলাকায় তাকে ফেলে যায়।ঐ দিন দিবাগত গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে পুলিশের মাথার একটি ক্যাপ ও উজ্জলের ব্যাগের একটি বেল্টও উদ্ধার করা হয়। শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুন অর রশিদ জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।