সিংগাইরে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ বৃদ্ধ যদুর লাশ ভুট্রা ক্ষেত থেকে উদ্ধার

কোহিনূর ইসলাম ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের ২০ ঘন্টা পর ধল্লা খান পাড়ার যদুর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

জানা গেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা খান পাড়ার মৃত হালিম খাঁর পুত্র যদু খাঁ(৭০)২৩ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না।রোববার(২৪ জুলাই) বিকেলে ধল্লা লক্ষ্মীপুর গ্রামের রশিদের ভুট্রা ক্ষেতে লোকজন যদুর লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।ময়না তদন্ত সম্পন্নের জন্য পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের সময় গলায় গামছা জড়ানো ছিল। প্রত্যক্ষদর্শী ঐ গ্রামের খলিল মিয়ার কন্যা মরিয়ম জানান,আজ দুপুরে ৩-৪জন লাশটি এই ভুট্রা ক্ষেতে ফেলে গেছে।দেখলে তিনি তাদের চিনতে পারবেন। তার ধারণা, এরা খান পাড়ার লোকজন হবে। নিহতের পুত্র কুতুব খাঁ জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রাতে তাকে পুলিশ ধাওয়া করলে সে নিখোঁজ হয়।নোমান খাঁ,জাহাঙ্গীর খাঁ,মুসা খাঁ গংদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ।এরাই তার পিতাকে হত্যা করেছে।

ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান,ময়না তদন্ত সম্পন্নের পর প্রকৃত ঘটনা জানা যাবে,এর আগে কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম