সিংগাইরে পিতার সাথে জমি ও অনৈতিক বিষয়ের জের ধরে পুলিশের সামনেই পুত্রের আত্মহত্যা
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পিতার সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুত্র আত্মহত্যা করেছে। ঘটনাট এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামেরপিতা লুকমানের সাথে পুত্র মঞ্জুর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে পিতা লুকমান শান্তিপুর(বাঘুলী) তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে গত ২৫ মার্চ ঐ তদন্ত কেন্দ্রের এএসআই শাহিনুর ঐ বাড়িতে হানা দেয়। পুলিশ পুত্রকে গালমন্দ করলে মঞ্জু পুলিশ ও পরিবারের লোকজনের সামনে বিষপান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে মঞ্জুর স্ত্রী রোজিনা ও পিতা লোকমান থানায় পাল্টাপাল্টি মামলা করতে গেলে মীমাংসার কথা বলে একটি মহল উভয় পক্ষকে মামলা থেকে বিরত রাখে। সোমবার(২৭ মার্চ ঘটনাটি জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আপেোষ-মীমাংসা হয়। উল্লেখ্য, পিতা লুকমান পুত্রবধূ রোজিনার মাঝে-মধ্যে শ্লীলতহানির চেষ্টা করত। এ ব্যাপারে এএসআই শাহিনুরের দৃষ্টি আকর্ষন করা হলে কোন সদুত্তর মেলেনি।ছবি-সংগৃহীত