সিংগাইরে পারিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শুটকি ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের পারিল পারিলে-খোয়ামুরী এলাকার ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শুটকি ব্যবসায়ীর।

জানা গেছে, ঐ এলাকার শুটকি ব্যবসায়ী বাবুল শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মাকিধর থেকে বলধারা যাওয়ার চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারায়। উল্লেখ্য, ঐ এলাকায় অতিরিক্ত অবৈধ ইট ভাটার কারণে ব্যাপকহারে ট্রাক ও লরি চলাচল করে থাকে। ফলে কৃষক হারাচ্ছে কৃষি জমি, পরিবেশ হচ্ছে হুমকির সম্মুখীন, বেহাল হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, প্রাণ হারাচ্ছে মানুষ।

শিরোনাম