সিংগাইরে পারিবারিক কলহের বলি গৃহবধূ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জের ধরে চায়না (২২) নামে একগৃবধু আত্মহত্যা করেছেন। শনিবার(২ জুলাই) দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চায়না ওই এলাকার রমেজ উদ্দিনের মেয়ে।

জানা যায়, ১ বছর পূর্বে একই উপজেলার গোবিন্দল গ্রামের জাফরের সাথে চায়নার বিয়ে হয়। বিয়ের পর হতেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আর এর জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটে।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

শিরোনাম