মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে সাংবাদিক পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শোকাবহ পরিবারে বইছে কান্নার মাতম।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম পুরুষ-মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও সাংবাদিক হাফেজ তারেক বিল্লাহ খানের ছোট ছেলে আহমেদ সফি (৫) রোববার (৩ অক্টোবর) দুপুরে পার্শ্ববর্তী নানীর বাড়ির পুকুরে ডুবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাযা বাদ এশা মধ্য চারিগ্রাম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সাংবাদিক পুত্রের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি। এক শোক বার্তায়, তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।