সিংগাইর (মানিকগঞ্জ) থেকে মোঃ সাইফুল ইসলাম ঃঃ
মানিকগঞ্জে সিংগাইরে বুধবার (১১ আগস্ট) বিকেলে মানিকগজের সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের মজিবুরের শিশু কন্যা সাগরিকা (২) পানিতে পড়ে মারা গেছে।
পরিবারের লোকজন জানায়, শিশু কন্যা সাগরিকা পরিবারের লোকজনের অজান্তে উঠানে খেলতে চলে যায়। সে খেলার ছলে বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির এক মূহুর্তে শিশু সাগরিকাকে ভাসমান অবস্থায় দেখতে পায় । পরে তাকে লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু কন্যার অকাল মৃত্যুতে ঐ পরিবারে চলছে কান্নার মাতম।