সিংগাইরে নয়াপাড়ায় হামলা করতে এসে হামলার শিকার হলো ৩ যুবক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অন্য গ্রাম থেকে হামলা করতে এসে নিজেরাই হামলার শিকার হলো ৩ যুবক। হামলার শিকার ৩ যুবকের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

জানা গেছে,শুক্রবার(২৯ এপ্রিল) রাতে ঐ ইউনিয়নের কামুড়া গ্রামের একদল সশস্ত্র যুবক পার্শ্ববর্তী নয়াপাড়া গ্রামের ফিরোজের দোকানের সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল যুবকের উপর হামলা করতে আসে। এ সময় পূর্ব থেকে প্রস্তুতি নেয়া ঐ যুবকরা কামুড়া গ্রামের যুবকদের উপর হামলা চালায়।হামলায় আহত হয় কামুড়া গ্রামের শামছুল হকের ছেলে তানভীর (১৮), আবজালের ছেলে মহসীন(১৭) ও কুতুবের ছেলে রাজু (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম