কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হোসেন বেপারীর পেঁপে ক্ষেত কেটে সাবাড়। এ ঘটনায় ঐ পরিবারে নেমে এসেছে দারুণ হতাশা।
জানা গেছে,হোসেন বেপারী ভূমদক্ষিণ,জায়গীর ও নয়াগাড়া গ্রামের মধ্যবর্তী চকে ২ বিঘা জমিতে পেঁপে চাষ করেন। পেঁপের বাম্পার ফলনও হয়েছে তার ক্ষেতে। কিন্তু বাম্পার ফলন হলে কি হবে? তার আশা যেন সব গুঁড়ে বালি। বৃহস্পতিবার(১১ আগস্ট) দিবাগত গভীর রাতে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ১ বিঘার মত জমির পেঁপে গাছ কেটে ফেলে। পুলিশ শুক্রবার(১২ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।