সিংগাইরে ন্যাড়া করে ফেসবুকে ভাইরাল করায় ৬ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চুরি সন্দেহে ন্যাড়া করে ফেসবুকে ভাইরাল করার ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের আলমগীরের ছেলে সাদ্দাম (২৬), কুমিল্লা জেলার হোমনা থানার চিৎপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে জসিম (২০), একই এলাকার আসাদপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে সাইদুল (২২), বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চর আকবহাই গ্রামের মাহাবুব প্রামানিকের ছেলে সোহেল রানা (১৮), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আকাশি গ্রামের নাছির উদ্দিনের ছেলে রাব্বি (১৮) ও মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার কাথাদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মিরাজুল (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের তোফাজ্জেলের ছেলে উজ্জ্বল (১৮) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পিয়ারাপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সামিউল(১৩) উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের শাহ মেরিন রিসোর্স সেন্টারে কাজ করতেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতরা মোবাইল চুরির সন্দেহে ঐ দুইজনকে মারধর ও মাথা ন্যাড়া করে ফেসবুকে ভাইরাল করে।

বিষয়টি থানা-পুলিশের নজরে আসলে তারা জড়িতদের ঐ দিন রাতেই গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম