কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঐতিহ্যবাহী নিরাভরণ থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরী সভায় সেলিম মাহমুদকে সভাপতি ও শাকিল আহমেদ সনেটকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান ও সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো নুরুদ্দিন, দলের সিনিয়র ও অন্যান্য সদস্যগণ,নিরাভরণ থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য,সিংগাইরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে নিরাভরণ থিয়েটারকে অন্যতম সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।ছবি-সংগৃহীত