সিংগাইরে নিরাভরণ থিয়েটারের নতুন কমিটি ঘোষণা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঐতিহ্যবাহী নিরাভরণ থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরী সভায় সেলিম মাহমুদকে সভাপতি ও শাকিল আহমেদ সনেটকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান ও সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো নুরুদ্দিন, দলের সিনিয়র ও অন্যান্য সদস্যগণ,নিরাভরণ থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,সিংগাইরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে নিরাভরণ থিয়েটারকে অন্যতম সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।ছবি-সংগৃহীত

শিরোনাম