স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের ঐতিহ্যবাহী সংগঠন “নিরাভরণ থিয়েটার”। যে সংগঠন প্রতিনিয়ত নাটক উপহার দিয়ে আসছে। উপজেলার যে কয়টি সাংস্কৃতিক সংগঠন আছে তার মধ্যে এ সংগঠনটি অন্যতম।
গত ১৩ এপ্রিল সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে নিরাভরণ থিয়েটার কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। আগুনে ১৩ বছরের অর্জিত সাফল্য ও প্রয়োজনীয় কাগজপত্রাদি, নাটকে ব্যবহৃত পোষাকসহ সব কিছুই পুড়ে গেছে। এতে ঐ সংগঠনের সদস্যরা ব্যথিত হয়েছে, মর্মাহত হয়েছে। অনেকের ধারণা এটি একটি ষড়যন্ত্র, আর ষড়যন্ত্র না হলে এভাবে আগুন লেগে পোড়ার কথা ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।