সিংগাইরে নিরাভরণ থিয়েটার কার্যালয়ে আগুন লেগে সব পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের ঐতিহ্যবাহী সংগঠন “নিরাভরণ থিয়েটার”। যে সংগঠন প্রতিনিয়ত নাটক উপহার দিয়ে আসছে। উপজেলার যে কয়টি সাংস্কৃতিক সংগঠন আছে তার মধ্যে এ সংগঠনটি অন্যতম।

গত ১৩ এপ্রিল সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে নিরাভরণ থিয়েটার কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। আগুনে ১৩ বছরের অর্জিত সাফল্য ও প্রয়োজনীয় কাগজপত্রাদি, নাটকে ব্যবহৃত পোষাকসহ সব কিছুই পুড়ে গেছে। এতে ঐ সংগঠনের সদস্যরা ব্যথিত হয়েছে, মর্মাহত হয়েছে। অনেকের ধারণা এটি একটি ষড়যন্ত্র, আর ষড়যন্ত্র না হলে এভাবে আগুন লেগে পোড়ার কথা ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।

শিরোনাম