সিংগাইরে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রীকে ঢাকার হাজারীবাগ থেকে উদ্ধার
কোহিনূর ইসলাম রাব্বিঃ
অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ২৩ দিন পর দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকার হাজারীবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন সিংগাইরের জয়মণ্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।
জানা গেছে,নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো জয়মণ্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা ও ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার হাজারীবাগ থেকে পরিবার ও পুলিশের সহযোগিতায় এদের উদ্ধার করা হয়েছে।১ অক্টোবর কাউকে কিছু না বলেই মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দুই ছাত্রী। তাদের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩ অক্টোবর সিঙ্গাইর থানায় দুটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ জানায়,কেন তারা মাদ্রাসা থেকে উধাও হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।