সিংগাইরে নিখোঁজ অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা-পুলিশ। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

জানা গেছে, গত ২১ আগস্ট উপজেলার পৌরসভার পুকুরপাড়া মহল্লার মৃত শহীদের পুত্র শরীফ (২৬) রিক্সা নিয়ে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলছিল না। এ নিয়ে সামাজিক মাধ্যমে তার নিখোঁজের ব্যাপরটি নিয়ে পোস্টও দেয়া হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপুর পূর্বপাড়া মহল্লার সামনে একটি কাঠবাগানের ভিটেয় লোকজন অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। তার পরিবার ও আত্মীয় স্বজন সরেজমিনে এসে লাশ শনাক্ত করে। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে খুন করে অটো রিক্সাটি ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম