সিংগাইরে নাসির হত্যা ঘটনার সেই খলনায়ক গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর নাসির হত্যা মামলার সেই খলনায়ক এবং মামলার ২ নং আসামী হাবিবুর রহমান হাবু (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের হাজী সফর আলীর পুত্র হাবিবুর রহমান হাবু ঐ এলাকার চাঞ্চল্যকর নাসির হত্যা ঘটনার সে ছিল খলনায়ক। গত ১০ জুন রাতে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে নাসির নির্মমভাবে খুন হয়। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে পুলিশ হাবুকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবরে নিহত নাসিরের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। ছবি-সংগৃহীত

 

শিরোনাম