সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে নারী নির্যাতন মামলার আসামীর কারাগারে মৃত্যু হয়েছে।মানিকগঞ্জ কারাগারে বন্দি থাকা অবস্থায় সাগর হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হওয়ার ঘটনা নিয়ে চলছে তোলপাড়।বুধবার রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দি ছিলেন তিনি। মারা যাওয়া সাগর হোসেন (৪০) সিংগাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে।
জেলা কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।