সিংগাইরে নয়াপাড়া গ্রামে হামলা,গুলি ও বোমা বর্ষণের ঘটনায় আটক-১

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গভীর রাতে ৪ বাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট,গুলি ও বোমা বর্ষণের ঘটনায় ঐ গ্রামের রেজ্জাকের স্ত্রী আওশী বেগমকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার(১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আওশী বেগমের পুত্র জসিম(৩৫),হাসেম(৪৩) ও তার পুত্র রাজিব(১৯) এবং শেরালীর পুত্র কামরুল(২৩) এর নেতৃত্বে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও ধাতব অস্ত্র নিয়ে একই গ্রামের গফুর ও বাহেরসহ ৪ বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় গফুরের বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়।গফুরের বাড়ির ভাড়াটিয়ারা প্রাণ নিয়ে পালিয়ে যায়।ভাঙচুর করা হয় পাশের আরো দুই বাড়ির দেয়াল।
এরপর সন্ত্রাসীরা হামলা চালায় বাহেরের বাড়িতে।বেধড়ক মারপিট করে মরাত্মক আহত করা হয় বাহের ও তার পুত্র আরিফ(৩৭)কে।মারপিট করা হয় বাহেরের স্ত্রী রেনুকেও।বাহের ও আরিফের অবস্থা আশংকাজনক। সন্ত্রাসীরা বাহেরের বাড়ির নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল,কবুতর ও মুরগীসহ বিভিন্ন মালামাল।প্রায় ২-৩ ঘন্টাব্যাপী সন্ত্রাসীরা তান্ডবলীলা চালানোর সময় একাধিক রাউন্ড গুলি ও বোমা ছুঁড়ে এলাকায় আতংক সৃষ্টি করে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঐ ঘটনার পর থেকে বাহের,গফুরের বাড়ির ভাড়াটিয়াসহ ৪ বাড়িতে চরম আতংক বিরাজ করছে। আবারো কখন জানি সন্ত্রাসীরা হামলা চালায় এ ভয় কাজ করছে তাদের মধ্যে। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিরোনাম