সিংগাইরে নয়াপাড়ায় হামলার পূর্বে সন্ত্রাসীরা কামুড়া গ্রামে বনভোজনে অংশ নিয়ে ছিল!
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাহের,গফুরসহ ৪ বাড়িতে হামলার ঘটনার পূর্বে কামুড়া গ্রামের মরহুম জিনার মেয়ের জামাই শারজাহান(৫০) এর বাড়িতে বনভোজনে অংশ নিয়েছিল । সেখান থেকে আঁকা হয়েছিল মূল ছক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,সন্ত্রাসীদের পরিবহনের বাস ও ভেকু ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডের অদূরে রাখা হয়েছিল।ভূমদক্ষিণ রুট দিয়ে অধিকাংশ সন্ত্রাসী প্রবেশ করেছিল।তবে সন্ত্রাসীরা কামুড়া-খাসেরচর গ্রামের রুটটিও ব্যবহার করেছে।হামলার জন্য আনা হয়েছেছিল আগ্নেয়াস্ত্র ও ধাতব অস্ত্র।গ্রামবাসীকে জিম্মি দশায় ফেলে কাজটি হাসিলের চিন্তাভাবনা করেছিল তারা।
এ দিকে হামলার কয়েকদিন পেরিয়ে গেলেও আতংক বিরাজ করছে এলাকায় ও ঐ পরিবারগুলোতে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে হামলার ঘটনায় পুলিশের উর্দ্ধতন মহলের নির্দেশে গ্রেফতার করা হয় নয়াপাড়া গ্রামের রেজ্জাকের স্ত্রী আওশী বেগম ও কামুড়া গ্রামের জিনার কন্যা নাজমাকে।
সর্বশেষ খবরে জানা গেছে, ঐ মহিলারা জামিনে আছেন।পুলিশ বলছে,এ ব্যাপারে মামলা হয়েছে।ঘটনার মূল হোতাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।