সিংগাইরে জয়মন্টপের নয়ানী গ্রামের পীর হযরত শাহ মুহাম্মদ বদরুল হুদা খান আর নেই

মোঃ কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের নয়ানী গ্রামের পীর বাড়ি দরবার শরীফের পীর হযরত শাহ মুহাম্মদ বদরুল হুদা খান সকল ভক্ত-আশেকানদের কাদিয়ে চলে গেলেন পরপারে। তার ইন্তেকালে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, বেশ সময় ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।চিকিৎসাধীনে ছিলেন।বৃহস্পতিবার(১৯ অক্টোবর)দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।বিকেল ৩ ঘটিকায় তার জানাযা হওয়ার কথা রয়েছে।

শিরোনাম