কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আব্দুল লতিফ। গত ১১ নভেম্বর ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ১টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনে ৮টিতে আওয়ামীলীগ, ২টিতে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। রবিবার (১৯ ডিসেম্বর) থেকে তারা তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।