সিংগাইরে নদীর মাটি দস্যুদের হামলায় চারিগ্রামের মোতালেব আহত
সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে নদীর মাটি দস্যুদের হামলায় মোতলেব নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতকে হাসপাতালে নেয়া হয়েছে।
খোাঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম নতুন বাজার মোড়ে নদী থেকে মাটি দস্যুরা মাটি উত্তোলন করে আসছিলেন। আর এ মাটি উত্তোলন করার ফলে নদীর ভাঙ্গনে বাড়ি-ঘর, ক্ষেত-খামার ও দোকানপাট প্রতিবছর বিলীন হচ্ছে। অনেক মানুষ সব হারিয়ে নি:স্ব হয়ে পড়ছে।
নদী থেকে অবৈধ মাটি উত্তোলন বন্ধে ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর দক্ষিণ চারিগ্রামের মোতালেব নামে এক ব্যক্তি। বন্ধ হয়ে যায় নদীর মাটি উত্তোলন। আর এতে ক্ষিপ্ত হয়ে এলাকার মাটি দস্যু ফরসেদ, ইস্রাফিল, শিবলু, পাপুল,আসাদ সহ ১০/১২ জন তার বাড়িতে গিয়ে মারপিট করে আহত করে। এ ব্যাপারে মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।