সিংগাইরে নতুন ইরতার হুমায়ন মেম্বারের বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় সোবান মোল্লা
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের হুমায়ন মেম্বারের বিরুদ্ধে মামলাা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের অসহায় বৃদ্ধ সোবান মোল্লা ও তার পরিবারবর্গ।
জানা গেছে,সোবান মোল্লার পুত্র সানোয়ারের উপর হুমায়ন মেম্বার ও তার বাহিনীর লোকজন হামলা চালালে বিজ্ঞ আদালতে মামলা করে। মামলাটির তদন্তভার ন্যাস্ত করা হয় থানার এসআই কামরুলের উপর। হুমায়ন মেম্বার ও তার বাহিনীর বিরুদ্ধে মামলার খবর তারা জানতে পারলে রোববার(৬ নভেম্বর) সকাল ১০টার দিকে হুমায়ন মেম্বার ও তার বাহিনীর সদস্যরা রসুলপুর গ্রামে ছুঁটে যান ঐ মেম্বার ও তার লোকজন। এ সময় মেম্বার ও তার লোকজন সোবান মোল্লার উপর হামলা-মারধরের চেষ্টা করলে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রাণে রক্ষা পায় সোবান মোল্লা। এ ঘটনার পর চরম আতংক বিরাজ করছে ঐ পরিবারে। এ অবস্থায় হুমায়ন মেম্বার ও তার লোকজনের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল জানান,সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে হুমায়ন মেম্বার এক সময় বিএনপি করতেন এ নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়। কট্রর বিএনপির সমর্থক এখন কি তাহলে হাইব্রীড কর্মী। তাহলে তিনি কিভাবে দুঃসময়ের আ’লীগ নেতা-কর্মীদের হয়রানি করে চলেছে। এ প্রশ্নই এখন নেতা-কর্মীদের সদা তাড়া করে ফিরছে।