নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের হুমায়ন মেম্বারের বিরুদ্ধে মামলাা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের অসহায় বৃদ্ধ সোবান মোল্লা ও তার পরিবারবর্গ।
জানা গেছে,সোবান মোল্লার পুত্র সানোয়ারের উপর হুমায়ন মেম্বার ও তার বাহিনীর লোকজন হামলা চালালে বিজ্ঞ আদালতে মামলা করে। মামলাটির তদন্তভার ন্যাস্ত করা হয় থানার এসআই কামরুলের উপর। হুমায়ন মেম্বার ও তার বাহিনীর বিরুদ্ধে মামলার খবর তারা জানতে পারলে রোববার(৬ নভেম্বর) সকাল ১০টার দিকে হুমায়ন মেম্বার ও তার বাহিনীর সদস্যরা রসুলপুর গ্রামে ছুঁটে যান ঐ মেম্বার ও তার লোকজন। এ সময় মেম্বার ও তার লোকজন সোবান মোল্লার উপর হামলা-মারধরের চেষ্টা করলে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রাণে রক্ষা পায় সোবান মোল্লা। এ ঘটনার পর চরম আতংক বিরাজ করছে ঐ পরিবারে। এ অবস্থায় হুমায়ন মেম্বার ও তার লোকজনের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল জানান,সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে হুমায়ন মেম্বার এক সময় বিএনপি করতেন এ নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়। কট্রর বিএনপির সমর্থক এখন কি তাহলে হাইব্রীড কর্মী। তাহলে তিনি কিভাবে দুঃসময়ের আ’লীগ নেতা-কর্মীদের হয়রানি করে চলেছে। এ প্রশ্নই এখন নেতা-কর্মীদের সদা তাড়া করে ফিরছে।