সিংগাইরে নতুন ইরতার ইউপি সদস্য হুমায়নসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা

সোহেল বাবুঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের ইউপি সদস্য হুমায়ন কবীরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা ঠুঁকে দিয়েছে একই গ্রামের মৃত হামিদের অসহায় বৃদ্ধা স্ত্রী গুলেনূর বেগম। যার পিটিশন মামলা নং-৬৪১(সিং)২০২২। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

মামলার আসামীরা হলো,ঐ গ্রামের আসলাম মিয়ার পুত্র ও ইউপি সদস্য হুমায়ন কবীর((৪৫),আতোয়ার রহমানের পুত্র আতিকুর রহমান(৫০),হাসমত খাঁর পুত্র রহিম(৪৫),সাঈদের পুত্র রনি(১৯) ও আতিকুর রহমানের পুত্র(ইশা(২২)।

মামলার এজাহারে প্রকাশ,গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ সেপ্টেম্বর বাধন ও সজল নামে দুই যুবককে মারপিট করলে মামলার বাদী গুলেনূর প্রতিবাদ করে।আর এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা গুলেনূরকে লাঠি-সোটা নিয়ে মারপিট করার চেষ্টা করলে লোকজন এগিয়ে আসে। এতে মারপিট থেকে গুলেনূর রেহাই পেলেও আসামীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে প্রাণে মেরে লোশ গুম করার হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করে। মামলার এজাহারে আরো প্রকাশ,আসামীরা শান্তি ভঙ্গের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে ১০৭/১১৭ মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বাদী বিজ্ঞ আদালতের নিকট বিনীত আবেদন জানায়।

শিরোনাম