সোহেল বাবুঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের নতুন ইর্তা গ্রামের হাবিবুর রহমান ওরফে লিটনের পুত্র বাঁধন(২২)কে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা ও তাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তার পিতা।
পিতা লিটন কর্তৃক দায়েরকৃত লিখিত অভিযোগে প্রকাশ,বাদীর পুত্র বাধঁন গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে এলাকার তালতলা থেকে ফেরার পথে নতুন ইর্তা গ্রামের চুন্নুর পুত্র তুষার(২৪),হিমন খানের পুত্র জিসান(২০),শুভরাজ খানের পুত্র সাবিদ(১৮)সহ অজ্ঞাত আরো ৩-৪ জন অতর্কিত হামলা করে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এরপর পাশের চায়ের দোকানে নিয়ে বেধড়ক মারপিট করে বলে বাধঁন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় বাঁধনের মা শিরিন আক্তার নিশাত এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। মামলার এজাহারে আরো উল্লেখ করা আসামীরা ৩ হাজার টাকা,মোবাইল সেট,বাঁধনের মায়ের গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর জানান,এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।