সিংগাইরে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১,আহত-২

সিংগাইর (মানিকগঞ্জ )প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঐ নছিমনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন।

জানা যায়,শুক্রবার(২৪ জুন)সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে একটি ইটভাঙার নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়কের নিরাপত্তা পিলার ভেঙে খাদে পড়ে ঐ নছিমন চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । নছিমন চালক মাইদুল ইসলাম (২৫)টাঙ্গাইল জেলার গোপালপুরের সোনামী এলাকার শাহজানের পুত্র। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

শিরোনাম